শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঘোষণা
টুইট ডেস্ক: ঢালিউড মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ঘোষণা করা হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে একদল মানুষ ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে, মাঝখানে শাকিব দু’হাতে দুটি পিস্তল প্রসারিত করে। আবছা আলোয় ফুটে উঠেছে রাজধানীর উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার ও গেণ্ডারিয়ার নাম।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যাড-এর ব্যানারে এটি তাদের প্রথম সিনেমা। প্রযোজক শিরিন সুলতানার উদ্যোগে পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ, যিনি এর আগে শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন, তবে এবারই প্রথম সিনেমায় অভিষেক করছেন।
পোস্টারে লেখা হয়েছে—“শহর চিনবে তার আসল নায়ককে। এক নতুন অধ্যায়ের ঘোষণা।” পরিচালক জানান, সিনেমার গল্প ৯০-এর দশকের ঢাকায় আবর্তিত হবে এবং এতে ক্রাইম, লাভ-অ্যাকশন, ইমোশন ও পারিবারিক ড্রামা থাকবে।
শুটিং শুরু হবে বছরের শেষ দিকে দেশের বাইরে, এবং পরবর্তী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে অন্যান্য অভিনেতাদের নাম চূড়ান্ত হয়নি।