সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লা’শ উদ্ধার
টুইট ডেস্ক: অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার এক দিন পর নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের কলাগাছিয়া এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের দেওয়া ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করে।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকাতে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম–এর মতামত পাতায়ও লেখালিখি করতেন। নিখোঁজ হওয়ার দিন সকালেও তিনি সর্বশেষ একটি নিবন্ধ পাঠান, যেখানে ফুটনোটে লিখেছিলেন—“জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”
পরিবার জানায়, তিনি কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন। নিজের অসুস্থতা, সন্তানের পড়াশোনা ও চাকরির সমস্যা এবং আর্থিক সংকট নিয়েই গভীর হতাশা প্রকাশ করেছিলেন সর্বশেষ লেখায়। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হলেও তিনি আর অফিসে পৌঁছাননি। রাতে ছেলে রমনা থানায় জিডি করেন।
অবশেষে শুক্রবার মেঘনা নদীতে তার লাশ ভেসে ওঠে। পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।