নিউমার্কেটে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

টুইট ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় কলেজের মোট ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানান, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে পাল্টা ধাওয়ার সময় তিন শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর ১টার দিকে এলাকা স্বাভাবিক হয়। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়রা জানায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে সড়কে যানজটও তৈরি হয়।

এর আগে চলতি বছরে কলেজ শিক্ষার্থীদের মধ্যে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজে, ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজে, ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজে এবং ১৮ মার্চে ঢাকা ও সিটি কলেজ এলাকায় শিক্ষার্থীরা সংঘর্ষে আহত হন।