ভিসা ও গ্রিন কার্ডে কঠোর ‘অ্যান্টি-অ্যামেরিকান’ পরীক্ষা চালু
মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড প্রাপ্তির নিয়ম আরও কঠোর করা হলো। এবার আবেদনকারীদের ‘অ্যান্টি-অ্যামেরিকান কার্যকলাপ’ নিয়ে বিশেষ পরীক্ষা দিতে হবে।
বিশ্ব ডেস্ক: ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিধিমালায় যুক্ত হলো নতুন শর্ত। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভিসা বা গ্রিন কার্ড পেতে হলে আবেদনকারীদের অ্যান্টি-অ্যামেরিকান কার্যকলাপের বিষয়ে বিশেষ পরীক্ষা দিতে হবে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ (ইউএসসিআইএস) জানিয়েছে, আবেদনকারীদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমসহ তারা যুক্তরাষ্ট্রবিরোধী বা ইহুদি-বিরোধী মতাদর্শ সমর্থন করছে কি না, তা যাচাই করা হবে। সন্ত্রাসবাদ বা আমেরিকা-বিরোধী সংগঠনের প্রতি সহানুভূতিও মূল্যায়নের অন্তর্ভুক্ত থাকবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নীতি অভিবাসন প্রক্রিয়াকে ধীর করবে এবং রাজনৈতিক বা সামাজিক বিষয়ে মত প্রকাশে ভীতি তৈরি করবে।
ইউএসসিআইএসের মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসার বলেন, ‘‘যারা দেশকে ঘৃণা করে এবং অ্যান্টি-অ্যামেরিকান মত প্রচার করে, তাদেরকে অ্যামেরিকার সুবিধা দেওয়া উচিত নয়।’’
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে বিপুল সংখ্যক অভিবাসী বিতাড়নের অভিযান শুরু করেছে।