৫ বগি ফেলে চলে গেল ট্রেন, পরে আবার ইঞ্জিন বিকল
টুইট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বগিগুলো লাইনচ্যুত হয়নি।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি কিছুদূর যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে।
জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর আশুগঞ্জে পৌঁছানোর আগেই ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়। পেছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জে যাত্রাবিরতি করে। পরে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পথে মেঘনা রেলসেতুতে ইঞ্জিন বিকল হয়।
আশুগঞ্জ স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম জানান, দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং অব্যবস্থাপনাজনিত সমস্যাগুলো ঠিক করা হবে।