শেখ মুজিব জাতির জনক নন: নাহিদ ইসলাম
টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তবে স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগের কথা স্বীকার করেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেন, মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়। ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান আরোপ, লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি তাঁর আমলেই স্থাপিত হয়।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে ‘মুজিব পূজা’ ও ‘মুক্তিযুদ্ধ পূজা’ চাপিয়ে দিয়ে নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়েছিল। এতে গণতন্ত্রের আড়ালে আধুনিক জমিদারি কায়েম হয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জনগণের বিদ্রোহ এই ‘জমিদারতন্ত্র’ ভেঙে দিয়েছে। জাতির পিতা উপাধি কোনো ইতিহাস নয়, বরং আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতিকে প্রতিষ্ঠার হাতিয়ার বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে প্রচলিত মুজিববাদ ফ্যাসিবাদ, বিভাজন, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, ইসলামোফোবিয়া ও সাম্প্রদায়িকতার প্রতীক। এটি দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার এবং জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রির মাধ্যম।”
তাঁর মতে, মুজিববাদ একটি বিপজ্জনক মতাদর্শ, যা পরাজিত করতে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের মালিক জনগণ, কোনো ব্যক্তি, দল বা বংশ নয়—এ কথা জোর দিয়ে বলেন এনসিপি প্রধান।