অধিকাংশ গণমাধ্যম পক্ষপাতদুষ্ট: হাসনাত

অধিকাংশ গণমাধ্যম বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্র: হাসনাত!

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, দেশের অধিকাংশ গণমাধ্যম বিশেষ রাজনৈতিক দল, কর্পোরেট স্বার্থ বা কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর মুখপাত্রে পরিণত হয়েছে। এতে প্রকৃত সংবাদ হারিয়ে যাচ্ছে এবং চটকদার শিরোনাম, চরিত্রহনন ও বিভ্রান্তিকর উপস্থাপন সাংবাদিকতার জায়গা দখল করছে।

বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ডিজিএফআই সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলক প্রচার, গোপন ফুটেজ ব্যবহার করে চরিত্রহনন এবং রাজনৈতিক বক্তব্য বিকৃত করে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হচ্ছে ও সৌহার্দপূর্ণ সম্পর্ক নষ্ট হচ্ছে।

হাসনাত বলেন, দেশের টেলিভিশনের জন্য আলাদা আইন না থাকায় সরকার চাইলে যেকোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। অনলাইন ও টিভি মাধ্যমে নির্ধারিত বেতন কাঠামো নেই, ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র ৮–১০ হাজার টাকা পান, মফস্বলের অধিকাংশ সাংবাদিক বেতনবিহীন। যেখানে বেতন দেওয়া হয়, সেখানে ৪–৫ মাস বকেয়া থাকাও অস্বাভাবিক নয়।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ, বিশেষ করে ডিজিএফআই-এর প্রভাব, স্বাধীন সাংবাদিকতার বড় বাধা। নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ, ব্যবসায়িক কাজে বাধা এবং নানা হয়রানির মুখে পড়তে হয়। কর্পোরেট নেক্সাস ও বড় ব্যবসায়ী গোষ্ঠীর মিডিয়া সন্ত্রাসও সাংবাদিকদের স্বাধীনতা সীমিত করছে।

তার মতে, যে গণমাধ্যম জনগণের আস্থা হারায়, তার পতন কেবল সময়ের ব্যাপার।