আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

টুইট ডেস্ক: আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের হাতে নির্বাচনের রোডম্যাপ তুলে দিতে পারব।” রোডম্যাপে অংশীজনদের সঙ্গে সংলাপ, আইন ও বিধি সংশোধনসহ নির্বাচনী প্রক্রিয়ার যাবতীয় তথ্য থাকবে বলেও জানান তিনি। তবে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আরও আলোচনা বাকি আছে বলে উল্লেখ করেন ইসি সচিব। এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমিশন এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে, যা যাচাই-বাছাই চলছে।

এর আগে গত ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। ৭ আগস্ট মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।

ইসি সূত্র জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। ভোটারদের বিভ্রান্ত করতে ডিপফেইক, মিথ্যা বা মানহানিকর কনটেন্ট, বিকৃত ছবি-ভিডিও বা বানোয়াট খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হবে। এসব কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

খসড়া আচরণবিধিতে আরও বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা বা ভোটগ্রহণের দিনে ড্রোন, কোয়াডকপ্টারসহ এ ধরনের যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে এই খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।