তিন দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইউনূস
টু্ইট ডেস্ক : তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে দেশে ফেরত রওয়ানা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
এর আগে, সোমবার (১১ আগস্ট) তিনি মালয়েশিয়ায় পৌঁছান। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫:৫০) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় অধ্যাপক ইউনূসকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।