পাকিস্তান সেনাপ্রধানকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের ভুয়া প্রচারণা

যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্য বিকৃত করে প্রচারণা, ইন্দুস পানি চুক্তি ও পরমাণু ইস্যুতে সতর্কবার্তা পাকিস্তানের।

বিশ্ব ডেস্ক: পাকিস্তানের ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনিরকে ঘিরে আবারও ভুয়া প্রচারণা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবাসী পাকিস্তানিদের এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যকে সম্পূর্ণ প্রেক্ষাপটহীনভাবে উপস্থাপন করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে আসিম মুনিরের আমন্ত্রণ ভারতের কাছে অসহনীয় বলে মন্তব্য করেছে পাকিস্তানি মহল। তারা মনে করে, ‘মারকা-এ-হক’ ও ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর সাফল্যের পর পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে যে মর্যাদা অর্জন করেছে, তা ম্লান করার চেষ্টা করছে ভারত।

ইন্দুস ওয়াটারস চুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতের উদ্বেগও সত্য বলে উল্লেখ করা হয়। পাকিস্তানের মতে, পানি অধিকার নিয়ে ভারতের যেকোনো উসকানির পরিণতি হবে গুরুতর। একইসঙ্গে পরমাণু ইস্যুতেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—অসংযত কোনো পদক্ষেপ নিলে ভারতকেই তার পরিণতি ভোগ করতে হবে।

পাকিস্তানের পক্ষ থেকে স্লোগান তোলা হয়— “পাকিস্তান হামেশা জিন্দাবাদ”