ডিসি-ইউএনওদের ভারে ভারাক্রান্ত, সাড়ে তিনশো’রও বেশি কমিটি
ডিসি-ইউএনওদের ভারে ভারাক্রান্ত, সাড়ে তিনশো’রও বেশি কমিটির দায়িত্বে সীমাবদ্ধতা সত্ত্বেও দায়িত্ব পালন।
টুইট ডেস্ক: জেলা ও উপজেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমিত জনবল নিয়ে অসংখ্য সরকারি ও স্থানীয় কমিটির দায়িত্ব সামলাচ্ছেন।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তাদের নেতৃত্বে অন্তত ৩৫০টির বেশি সরকারি কমিটি রয়েছে, যার সঠিক সংখ্যা সরকারি রেকর্ডেও নেই।
তবে এত বড় বোঝা সত্ত্বেও ডিসি-ইউএনওরা সরকারি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছেন। তাদের ভাষ্য, এসব কমিটির মধ্যে অনেকে মাসে বা ছয় মাসে একবার বৈঠক করে, আর কিছু কমিটির দায়িত্ব বিশেষ সময়ে কার্যক্রমের ওপর নির্ভর করে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ‘ডিসি ও ইউএনওরাই সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে দায়িত্ব পালন করেন, অন্য কেউ এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে না।’
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, ‘সরকার যা দায়িত্ব দিবে, তা পালন করতেই হবে, বলতে গেলে এসব অতিরিক্ত দায়িত্ব নয়, রাষ্ট্রীয় কর্তব্য।’
কমিটিগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, শিক্ষা, পরিবেশ, মানবিক সহায়তা, ভোক্তা অধিকার, সামাজিক নিরাপত্তা, নারী-শিশু সুরক্ষা সহ নানা খাতের কমিটি।
যদিও সরকারি কার্যক্রমের চাপ থাকলেও ডিসি-ইউএনওরা সরকারের প্রদত্ত দায়িত্ব পালনে নিরলস রয়েছেন এবং কাজের অভিজ্ঞতার কারণে সমস্যা মোকাবেলা করতে পারেন।