রাজশাহীতে ছেলেদের উপর যৌন শোষণ প্রতিরোধে অংশীজন সংলাপ

নিজস্ব প্রতিবেদক : ছেলেদের উপর যৌন শোষণ প্রতিরোধে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় রাজশাহীতে হোটেল ওয়ারিশান হলরুমে কক্ষে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ব্লু আমব্রেলা দিবস পালনকে কেন্দ্র করে ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে অংশীজন সংলাপের আয়োজন করে।

ছেলেদের অধিকার পর্যবেক্ষণ ও প্রয়োগে স্থানীয় সরকারের ভূমিকার পাশাপাশি নির্যাতন, অবহেলা বা মানসিক স্বাস্থ্যের সমস্যা চিহ্নিত করতে শিক্ষকদের কী ধরনের প্রশিক্ষণ বা সংবেদনশীলতা দরকার, ছেলেরা যেন আইনি প্রক্রিয়ায় সম্মান ও ন্যায়সঙ্গত আচরণ পায়, সে জন্য কী ব্যবস্থা নেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জন্য কী ধরনের ব্যবস্থা বর্তমানে আছে বা থাকা উচিত তা অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় তুলে আনা হয়। সংলাপে ৪০জন বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংলাপে সভাপতিত্ব করেন প্রফেসর ড. দীপকেন্দ্রনাথ দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মো. আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারি এবং সুজন রাজশাহীর সভাপতি শফিউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। সুব্রত কুমার পালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান কনে এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল।

সংলাপে যৌন সহিংসতা দ্বারা প্রভাবিত ছেলেদের সুরক্ষায় সামাজিক নিয়মের মধ্যদিয়ে কীভাবে অধিকতর যত্ন নেয়া যায় এবং যৌন সহিংসতায় নির্যাতিত ছেলেরা যাতে সংকট কাটিয়ে বেড়ে উঠতে পারে তা নিয়ে দলীয় আলোচনা এবং উপস্থাপন করা হয়।

২০২৫ সালের ব্লু আমব্রেলা দিবসে অন্যান্য দেশের মতো এসিডি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসিডির পক্ষ থেকে সচেতনতামূৃলক কার্যক্রমের অংশ হিসেবে কমিউনিটি সংলাপ, পরামর্শক সভা, অংশীজন সংলাপ, ফেসবুক ভিত্তিক প্রচারণা, তরুণদের নিয়ে প্রচারণামূলক কর্মসূচি, ১৬ এপ্রিল আন্তর্জাতিক দিবস হিসবে ব্লু আমব্রেলা দিবস পালনে স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। পরামর্শক সভায় অংশগ্রহণকারীরা বলেন, ছেলেদের উপর যৌন হয়রানি বা সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলে শিশু যৌন সহিংসতার শিকার হচ্ছে, কিন্তু সংকোচে বা লজ্জায় তারা কাউকে বিষয়টি শেয়ার করছেনা, যে কারণে এধরনের ঘটনা বেড়েই চলছে।