ইসি দায়িত্ব পাওয়ার পরই অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়: ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: ছবি সংগৃহিত

টুইট ডেস্ক: নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়ার পরদিন থেকেই অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, ড. ইউনূস বলেন, “৫ আগস্ট ছিল অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায়ের শেষ দিন। এরপর নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব। এখন দ্বিতীয় অধ্যায় শুরু হলো।”

ড. ইউনূসের মতে, এই পর্যায়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত। তিনি উপদেষ্টাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে গত মঙ্গলবার নির্বাচন কমিশনকে দায়িত্ব হস্তান্তর করে সরকার। কমিশন জানিয়েছে, তারা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের পরিকল্পনায় রয়েছে।

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। দলগুলোর অনেকেই এখন নির্বাচনকালীন পরিবেশ ও প্রশাসনিক কাঠামো নিয়ে আরও পরিষ্কার ব্যাখ্যা চাচ্ছে।