থানচিতে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় থানচিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। ‘ডিয়াকোনিয়া বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রম ৫ আগস্ট শুরু হয়ে ৩ দিনব্যাপী চলে।

৭ আগস্ট উপজেলার থানচি সদর ইউনিয়ন পরিষদ, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ এলাকা জুড়ে এ কর্মসূচির আওতায় তাল, তেঁতুল, কৃষ্ণচূড়া, কদম, আমলকী ও হরিতকিসহ নানা জাতের গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়।

পরবর্তীতে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়বে এবং ভবিষ্যতে গাছ লাগানোর প্রতি আগ্রহও তৈরি হবে।

এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনকেএস এনজিও-র ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, ডিয়াকোনিয়া বাংলাদেশের প্রতিনিধি এফ. ও এম্যানু মারমা এবং নুমেসিং মারমা। এছাড়া, Ensuring Reproductive Health Rights and Ensuring Gender Equality for Ethnic Hilly Women in Bandarban (ERHRGEEHWB) প্রকল্পের সুবিধাভোগী ও অন্যান্য কর্মীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠন বলেছে, ভবিষ্যতেও তারা এমন পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে এবং থানচির দুর্গম পাহাড়ি অঞ্চলে জলবায়ু সহনশীলতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে।