রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, রক্ষা পেল শতাধিক যাত্রী

টুইট প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পাশে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সময়মতো পুলিশ ও রেল কর্তৃপক্ষের পদক্ষেপে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক যাত্রী।

এই ঘটনা ঘটেছে রোববার (৩ আগস্ট) রাত ১০টার দিকে, উপজেলার পলাশীতলা এলাকায়।

স্থানীয় একজন পথচারী প্রথমে রেললাইনের উপর শিকল ও তালা দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর দেওয়া হয় থানায় ও রেল কর্তৃপক্ষকে। দ্রুত নলডাঙ্গা থানা পুলিশ ও স্টেশন মাস্টার ঘটনাস্থলে গিয়ে এক মিস্ত্রির সহায়তায় শিকল কেটে ফেলে।

ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলাচল করলেও রাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মাধনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার উজ্জ্বল আলী বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এটি স্পষ্টতই পরিকল্পিত নাশকতার চেষ্টা।”

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, “এটি খুবই গুরুতর বিষয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিকল সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনার পেছনের ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
যাত্রীরা জানালো, আরও সতর্কতা প্রয়োজন

ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, “শুনে শিউরে উঠেছি। একটু দেরি হলেই শতাধিক যাত্রীর জীবন নিয়ে খেলতো ওরা। রেললাইন এলাকায় নজরদারি আরও বাড়ানো দরকার।”

রেলওয়ের একাধিক সূত্রে জানা গেছে, রেললাইন সংলগ্ন এলাকাগুলোতে এমন নাশকতা ঠেকাতে স্থানীয়দের সহায়তা নিয়ে নজরদারি বাড়ানো হচ্ছে।