পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

টুইট ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল।

ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন ব্যাটিং দানব ডি ভিলিয়ার্স।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৫ উইকেটে ১৯৫ রান। ঝড়ো ইনিংস খেলেন শারজিল খান—৪৪ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রান। সঙ্গ দেন উমর আমিন (৩৬*), আসিফ আলী (২৮), ও শোয়েব মালিক (২০)।

জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে জবাব দেন একাই ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে ১২টি চার ও ৭টি ছক্কায় ১২০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ডুমিনি অপরাজিত থাকেন ৫০ রানে। ১৯ বল হাতে রেখেই ১৯৭ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা।