১৪৪ দলের শর্ত পূরণের সময় শেষ রোববার

টুইট ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪ দলের শর্ত পূরণের সময় শেষ হচ্ছে আগামী রোববার (৩ আগস্ট)। এদিন বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, গত ২২ জুন পর্যন্ত ১৪৭ দল নিবন্ধনের জন্য আবেদন করলেও প্রাথমিক বাছাইয়ে কেউ শর্ত পূরণ করতে পারেনি। তাই ১৪৪ দলকে অতিরিক্ত ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল, যা রোববার শেষ হচ্ছে।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০ উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। এছাড়া পূর্বে সংসদ সদস্যতা কিংবা পাঁচ শতাংশ ভোট প্রাপ্তির শর্তও পূরণ করতে হয়।

নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে পারে না। বর্তমানে দেশে ৫১টি দল নিবন্ধিত রয়েছে। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা কার্যকর।

গত কয়েক বছরে শর্ত পূরণে ব্যর্থ ও আদালতের নির্দেশে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামী ও জাগপা সম্প্রতি আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেলেও ইসি শুধুমাত্র জামায়াতের নিবন্ধন ফেরত দিয়েছে।