রাজশাহীতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো মহানগরীর আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।
চেকপোস্টে পুলিশের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের এবং যানবাহন তল্লাশি করছেন যাতে কোনো অপরাধী বা অবৈধ মালামাল শহরে প্রবেশ করতে না পারে। এই কার্যক্রমের মাধ্যমে মহানগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং তারা পুলিশের এই উদ্যোগকে প্রশংসা করছেন।
যেকোনো অভিযোগ, তথ্য বা আইনগত সেবা পেতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯-এ যোগাযোগ করা যাবে। এছাড়া সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে সাইবার হটলাইন +৮৮০১৩২০-০৬১৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।