পলাতক থাকলেও প্রকাশ্যে যুবদল নেতার সংবাদ সম্মেলন!

টুইট ডেস্ক: পাবনার চাটমোহরের ফৈলজানায় ব্যাংকে হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেন প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। তবে পুলিশ বলছে, তিনি পলাতক।

ঘটনার বিবরণ অনুযায়ী, ৩১ জুলাই দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় ১৫-২০ জন লোক নিয়ে ঢুকে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন ও ব্যাংককর্মীদের মারধর ও অফিস ভাঙচুর করেন লোকমান হোসেন। ব্যাংকের মুখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ৩ লাখ টাকার সিসি ঋণ নিলেও লোকমান ঋণ পরিশোধ করেননি। গত মে মাসে তার নামে অর্থঋণ আদালতে মামলা হয়।

এই ঘটনার পর ব্যাংক ম্যানেজার থানায় মামলা করেন। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

অবাক করার বিষয়, অভিযুক্ত লোকমান হোসেন ১ আগস্ট ব্যাংকের সামনেই মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন এবং নিজের নির্দোষত্ব দাবি করেন। তিনি বলেন, “ব্যাংক ম্যানেজার নিজেই ঘটনা সাজিয়ে আমার উপর দোষ চাপিয়েছেন। আমি কোনো হামলা বা ভাঙচুর করিনি।”

তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পাবনা জেলা যুবদল তাকে বহিষ্কার করেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, “লোকমান হোসেন পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার মানববন্ধনের খবর আমাদের জানা ছিল না।”

এই ঘটনায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। একজন পলাতক আসামির এমন সাহসিকতায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও নিষ্ক্রিয়তা নিয়েও।