আলীকদমে ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যাপন—শিক্ষার্থীদের উচ্ছ্বাসময় অংশগ্রহণ
টুইট ডেস্ক: বান্দরবানের আলীকদমে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ যথাযথ মর্যাদায় উদ্যাপন করেছে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
আলীকদম সেনানিবাস সংলগ্ন এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই প্রাথমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু শহিদদের স্মরণে কবিতা, গান, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশ নেন ‘জুলাই-২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায়। সমগ্র আয়োজনটি ছিল শিক্ষার্থীদের দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশের এক মনোমুগ্ধকর মঞ্চ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শওকাতুল মোনায়েম, পিএসসি।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমদ। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।