মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনেতা জেরেমি স্ট্রং!
টুইট ডেস্ক: ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ বেশ সাড়া ফেলে দর্শকমহলে। অ্যারন সোরকিনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চার। এটি নির্মিত হয় বেন মেজরিচ-এর বই ‘দ্য এক্সিডেন্টাল বিলিয়নিয়ার্স’ অবলম্বনে। যেখানে ফেসবুকের শুরুর দিনগুলো ও মার্ক জাকারবার্গ-এর উত্থান তুলে ধরা হয়েছিল। সে সময় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ।
এবার আসছে ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েল। আর সেখানে মার্ক জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে অস্কার ও এমি জয়ী অভিনেতা জেরেমি স্ট্রংকে। খবর অনুযায়ী, এই চরিত্রে স্ট্রং-ই পরিচালকের প্রথম পছন্দ।
নতুন ছবির গল্প ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত ‘দ্য ফেসবুক ফাইলস’ প্রতিবেদন অবলম্বনে। সেখানে ফেসবুকের মাধ্যমে কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব এবং ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার বিষয় তুলে ধরা হয়েছিল।
এদিকে ছবির অন্যান্য চরিত্রে মিকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইটকে নেওয়ার কথা ভাবা হলেও এখনও কাউকেই চূড়ান্ত করা হয়নি।