রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল শুক্রবার নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পরিদর্শন করেন।

সুলতানগঞ্জ নদীবন্দর পদ্মা নদীর মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানির জন্য গত বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। কিন্তু নদীর নাব্য সংকট ও অবকাঠামোগত দুর্বলতার কারণে কার্যক্রম স্থগিত রয়েছে।

পরিদর্শনের পর মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “নৌবন্দরের উন্নয়নে উচ্চপর্যায়ের আলোচনা প্রয়োজন। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজ এগিয়ে নিলে দ্রুত কার্যক্রম শুরু সম্ভব।”

তিনি আরও জানান, ভারতের অংশে ড্রেজিং না হলে আমাদের পক্ষে এককভাবে করা কঠিন, তবে পারস্পরিক আলোচনা ও সহযোগিতায় নদী বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।