রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি’র দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে মৌন মিছিল
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ছাত্র শিক্ষক কর্মচারীদের টানা আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ৬ষ্ঠ দিনের মত কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-২ থেকে শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়কে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য সরকারের দৃষ্টিগোচরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ড সহ অন্যান্য জায়গায় জনসংযোগ করা হয়।
এরপর বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে। তখন দুই পাশে অসংখ্য গাড়ির যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬শে জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তারপর থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস এখনো হয়নি। এরপর মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাউতারা মৌজার ২৩৫ একর জায়গায় ২০১৮ সালে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২৩৮ কোটি টাকা।
তবে প্রকল্প সংশোধনের জন্য ৮ম বারে সর্বশেষ ২০২৫ সালে ১শত একর ভুমির উপর ৫শত ১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যায় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয়। যা একনেকে অনুমোদেনের নিতিগত সিন্ধান্তের পর্যায়ে থাকলেও সিরাজগঞ্জ থেকে পরিদর্শন শেষে ঢাকায় গিয়ে পরিবেশ উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই ভুমিতে স্থাপনা না করার প্রস্তাব দেন। এরপর থেকেই বিক্ষোভে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা ঢাকা-পাবনা মহাসড়কের বিসিক এলাকায় মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছে।