৩ আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে: ছাত্রদল
টুইট ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে, আগামী ৩ আগস্টের পূর্বঘোষিত ছাত্র সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে অনুষ্ঠিত হবে শাহবাগে।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি তৈরি হয়, আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি নগরবাসী এই দিনের তাৎপর্য ও আমাদের উদারতার প্রেক্ষাপটটি বিবেচনায় নেবেন।”
তিনি জানান, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের জন্য ছাত্রদল গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করে এবং ২৬ জুন আনুষ্ঠানিক অনুমতি পায়। তবে পরে জাতীয় নাগরিক পার্টিও একই দিনে একই স্থানে সমাবেশের ঘোষণা দিলে দলটি সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানায়। ছাত্রদলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এই অনুরোধ বিবেচনায় নেওয়া হয় বলে জানান রাকিব।
তিনি বলেন, “আমরাই আগে কর্মসূচি ঘোষণা করে অনুমতিও নিয়েছি। তবুও গণতান্ত্রিক সহাবস্থান এবং রাজনৈতিক উদারতার অংশ হিসেবে আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, ২০০৮ সালের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের জন্য রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ বন্ধ হয়ে যায়। তবুও ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাসিবাদ প্রতিরোধে নিজেদের জীবন, ক্যারিয়ার এবং পরিবারকে উৎসর্গ করে মাঠে ছিলেন।
তিনি বলেন, “আমরা চাইলেই শহীদ মিনারে সমাবেশ করতেই পারতাম। কিন্তু আমরা কাঁটার বদলে ফুল দিয়েছি, উসকানির জবাবে শান্তির বার্তা দিয়েছি। এটি ছাত্ররাজনীতির ইতিহাসে উদারতা, শান্তি ও সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, পরস্পর শ্রদ্ধাশীল ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা হোক। এই লক্ষ্যে উদারতা ও সহনশীলতাই আমাদের পথপ্রদর্শক হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।