রংপুরে হিন্দু গ্রামে হামলা পাঁচজন গ্রেপ্তার

টুইট ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগে শনিবার ওই গ্রামের এক হিন্দু কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে থানায় নেওয়ার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন সন্ধ্যায় পাশের এলাকা থেকে শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিতে দিতে কিশোরের গ্রামে ঢুকে হামলা চালায়।

‘উত্তেজিত জনতা’ শনিবার রাত এবং রোববার বিকেলে কিশোরের বাড়িসহ একাধিক হিন্দু পরিবারের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার সময় পুলিশের ওপরও হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

ঘটনার জেরে সোমবার বহু মানুষ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। মঙ্গলবার থেকে কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় রবীন্দ্রনাথ রায় (৫৫) নামের এক ভুক্তভোগী ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে যৌথ অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানান, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।