শেয়ারবাজারে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ছাড়াল

টুইট ডেস্ক : দেশের পুঁজিবাজারে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫৭ জনে, যা আগের বছরের তুলনায় ৩৮১ জন বেশি। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭৬ জন।

অন্যদিকে, এক লাখ টাকার নিচে বিনিয়োগ রয়েছে এমন ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা গত এক বছরে কমেছে ৭৫ হাজার ৪৫৭ জন।

বিএসইসির হালনাগাদ পরিসংখ্যান বলছে, বর্তমানে পুঁজিবাজারে ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা বিনিয়োগকারী রয়েছেন ৭০ জন। এছাড়া ১০০ কোটি বা তার বেশি বিনিয়োগ আছে এমন বড় বিনিয়োগকারীর সংখ্যা ৩৪৭ জন। ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন ৭৩৩ জন।

এ ছাড়া ১০ কোটি টাকার ওপরে বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারী আছেন ২ হাজার ৮৯১ জন এবং এক কোটি বা তার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর সংখ্যা ১৩ হাজার ৩১৬ জন।

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, দেশে পুঁজিবাজারে বড় মাপের বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে, যা বাজারের গভীরতা ও আস্থা বৃদ্ধির দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।