আপনারাই পুলিশের মেরুদণ্ড, এসআইদের উদ্দেশে ডিএমপি কমিশনার
টুইট ডেস্ক : রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রশংসা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “আপনারাই পুলিশের মেরুদণ্ড। আপনাদের কাজেই ফুটে উঠবে পুলিশের পেশাদারিত্ব ও জনসেবার মান।”
মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির সাব-ইন্সপেক্টর (এসআই) ও পিএসআইদের অংশগ্রহণে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার নিজেই। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদও।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, “পুলিশের সুনাম ও বদনামের বড় অংশ জুড়ে থাকে মাঠপর্যায়ের কাজ করা এসআইদের ভূমিকা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ হয় আপনাদের। তাই প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা, আন্তরিকতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
তদন্তে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চার্জশিট দেওয়ার পরও অনেক সময় সাজার হার কম থাকে, যা উদ্বেগজনক। এর মূল কারণ হতে পারে দুর্বল তদন্ত। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করুন, ভুল করা যাবে না।”
অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন, “আপনাদের নিয়োগ হয়েছে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে। তাই দায়িত্ব পালনে কোনো গাফিলতি সহ্য করা হবে না। সীমিত আয়ে সংসার চালিয়েও পেশাদারিত্ব বজায় রাখুন। সম্মানের সঙ্গে বাঁচতে এসেছেন, সেই সম্মান বজায় রাখতে হবে।”
ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির ২,৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম দফায় ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। পর্যায়ক্রমে সবাইকে এ সেশনের আওতায় আনা হবে।