গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল

টুইট ডেস্ক: ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ গত ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ যুদ্ধের কারণে গাজা ভূখণ্ড পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। হাজার হাজার শিশু, নারী ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ বহু বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মরদেহ আটকে আছে। আহত হয়েছেন কয়েক লক্ষ মানুষ, যাদের অধিকাংশই এখন প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না ওষুধ ও সরঞ্জামের অভাবে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন এই আগ্রাসনকে যুদ্ধাপরাধ ও গণহত্যা বলে আখ্যা দিচ্ছে।