ইসরায়েলের F-35 আপগ্রেডে ৩৩ মিলিয়ন ডলার লকহিডের নতুন যুদ্ধবিমান চুক্তি
পূর্ণ শিরোনাম:
ইসরায়েলের জন্য এফ-৩৫ ব্লক ৪ আপগ্রেডে ৩৩ মিলিয়ন ডলারের চুক্তি পেল লকহিড মার্টিন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর জন্য উন্নত ব্লক ৪ সংস্করণে আপগ্রেড করার লক্ষ্যে ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় ইসরায়েলের বিমানবাহিনীর ব্যবহৃত এফ-৩৫ “আডির” সংস্করণে উন্নত সফটওয়্যার, উন্নত সেন্সর সিস্টেম, ও যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করা হবে। ব্লক ৪ সংস্করণটি আরও উন্নত লক্ষ্যবস্তু শনাক্তকরণ, ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা এবং কমিউনিকেশন সিস্টেম যুক্ত করবে।
চুক্তির অর্থায়ন যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি ফিনান্সিং (FMF) প্রোগ্রামের অধীনে হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। কাজটি শেষ হবে ২০২৭ সালের মধ্যে।