কুষ্টিয়ায় বিএনপি কর্মী হ’ত্যায় সাবেক এসপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় বিএনপির কর্মী কুদরত আলী হত্যা মামলায় জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) তাকে কারাগার থেকে কুষ্টিয়া আদালতে হাজিরা করা হয়। শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, ২৬ ডিসেম্বর বিএনপির আরেক কর্মী সুজন মালিথার হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তানভীর আরাফাত। এরপর থেকে তিনি কুষ্টিয়া কারাগারে বন্দি রয়েছেন। তার বাড়ি খুলনার খালিশপুরে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই রাতে দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে কুদরত আলীকে অপহরণ করা হয়। পরে ২৫ জুলাই ভোরে তার গুলিবিদ্ধ লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাওয়া যায়। লাশে বুকের দুই পাশে গুলির চিহ্নসহ শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল।

মামলায় দৌলতপুর থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার, এসআই রোকনুজ্জামান, মেহেদী হাসান, শাহজাহান, আনিচুর রহমান এবং সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম আসামি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ জানান, মামলায় সাবেক এসপি তানভীরের বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন করে এবং আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেছেন।