গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দুই ভাই রাজশাহীর
টুইট ডেস্ক : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুজনই রাজশাহীর বাসিন্দা ও সহোদর—সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। তাঁরা দুজনই রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী।
তাঁদের বাবা এস এম কবিরুজ্জামান একজন গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারী। রাজশাহীর কেচুয়াতৈল এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। সোমবার বিকেলে কর্মস্থলে দেখা গেলে তিনি বলেন, “দুই ছেলে আগে টিউশন করত, রাজনীতি করছে শুনেছি। চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার—এটা মেনে নেওয়া কঠিন। ওরা নিয়মিত নামাজ পড়ে, দাড়ি রাখে।”
তিনি জানান, ছেলেদের পড়ালেখার খরচ চালাতে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা লাগে, যা জোগাতে কষ্ট হয়। তাঁর কোনো নিজস্ব সম্পত্তিও নেই বলে জানিয়েছেন সহকর্মীরা।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার অন্য দুজন হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। মামলার পর চারজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সিয়াম ও সাদাবের সঙ্গে আবদুর রাজ্জাকের ঘনিষ্ঠতা ছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের একাধিক ছবি রয়েছে।
সিয়াম ও সাদাব রাজশাহীর খড়খড়ি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। বিদ্যালয়ের শিক্ষক ও এনসিপি নেতা মোবাশ্বের আলী বলেন, “ওরা আমাদের স্কুলের ছাত্র ছিল, খুব ভালো ছেলে। গ্রেপ্তারের খবর শুনে আমি হতবাক।”
গত শনিবার রাতে গুলশানের একটি বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।