নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ
টুইট ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে আগস্ট মাস থেকে। সোমবার (২৮ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, “আগস্টের শুরু থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে নির্বাচনের আগ পর্যন্ত।”
নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনে বদলির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি ও ওসিদের বদলি একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, “নির্বাচনের আগে বদলি হলে সেটাও আপনারা দেখতে পারবেন।”
চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান চিরুনি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদাবাজ যত বড়ই হোক, যেই দলেরই হোক—কোনো ছাড় দেওয়া হবে না। গুলশানের চাঁদাবাজির ঘটনায় কি কাউকে ছাড় দেওয়া হয়েছে? কেউই রেহাই পায়নি, পাবে না।”
এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সরকার প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে। এ ছাড়া নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে ৬০ হাজার সেনা সদস্য।