সিরাজগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেজি স্কুলের শিক্ষার্থীদের বঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেজি স্কুলের শিক্ষার্থীদের বঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে এনায়েতপুর-চৌহালী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধনেে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের কেজির মোড়ে এ কর্মসূচিতে থানার সবগুলো কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়।
এতে ঐক্য পরিষদের আহ্বায়ক আই সি এল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক আল আমিন হোসেন, সুব্রত মালাকার, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রজ্ঞাপনটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ পরীক্ষায় অংশ নিয়ে আসছে। হঠাৎ তাদের বাদ দেয়া শিক্ষা ব্যবস্থার জন্য নীতিবাচক প্রভাব ফেলবে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করা অন্যায় ও বৈষম্যমূলক। শিক্ষার সমান সুযোগ সবার জন্য নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্রুত যথাযথ কার্যকরী পদক্ষেপ নিতে হবে।