১০ লাখ টাকার হে’রোইন গায়েব, মামলা বদলে ছি’নতাই মামলা
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে ‘মাদক গায়েব’ কাণ্ডে তীব্র অভিযোগ উঠেছে। গত ৬ মে রাতে জেনেভা ক্যাম্প থেকে প্রায় ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী সাদ্দাম (৩৫) গ্রেপ্তার হলেও ওই মাদক মামলা নথিভুক্ত হয়নি। তদন্তে দেখা গেছে, প্রাথমিকভাবে হেরোইনসহ গ্রেপ্তারের এফআইআর, চালান ও জিডি তৈরি করা হলেও অজানা কারণে মামলাটি গায়েব হয়ে যায় এবং পরবর্তীতে সাদ্দামকে পুরোনো এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
থানার উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ওসি আলী ইফতেখার হাসান এবং এসআই মো. আলতাফসহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসআই আলতাফ দাবি করেন, আটক ব্যক্তির কাছ থেকে কোনো হেরোইন উদ্ধার হয়নি এবং তাকে কেবল সন্দেহভাজন হিসেবে নেওয়া হয়েছিল। অন্যদিকে তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহমেদ ও থানার মুন্সী সাজেদুর স্বীকার করেছেন, মামলার বিষয়ে অস্বচ্ছতা ছিল এবং মাদক মামলা বাতিল করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, থানার একটি সিন্ডিকেট ওসির নেতৃত্বে মাদকের মামলায় অবৈধ অর্থ লেনদেন করে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ সদর দফতরে ২৬টির বেশি লিখিত অভিযোগ রয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার বলেন, ঘটনাকালে ভুলবশত চালান লেখা হয়েছিল যা পরে সংশোধন করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। ডিএমপির উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।