জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপি নেতা শাহাদ আলীসহ ৮ জন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চন্দ্রিমা থানার চাঁদাবাজির মামলায় জামিন নিতে এসে কারাগারে যেতে হলো রাজশাহী মহানগর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদ আলীসহ ৮ জনকে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দায়রা পাক মোড়ে বিসনার হোটেলের সামনে রনি নামের এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় শাহাদ আলী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা রনিকে হাত, পা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন।

মঙ্গলবার শুনানিকালে আদালত শাহাদ আলী ছাড়াও মাসুদ (২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক), মিলন (বিএনপির যুগ্ম আহ্বায়ক), জসীম (যুবলীগ কর্মী), এনামুল (আওয়ামী লীগ কর্মী), শুভ, মুন এবং মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় আরও একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারে এলাকাবাসীর মাঝে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে। মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন।