লোহিত সাগরে ড্রোন ভূপাতিত করেছে বৃটিশ যুদ্ধজাহাজ

ছবি: সংগৃহীত। ডেস্ট্রয়ার এইচএমএস ডায়মন্ড।

বিশ্ব ডেস্ক : ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি গ্র্যান্ট শাপসের মাধ্যমে প্রকাশিত হয়েছে, ‘লোহিত সাগরে সন্দেহভাজন একটি ড্রোন ভূপাতিত করেছে বৃটিশ যুদ্ধজাহাজ’।

বিবিসি জানিয়েছে, শাপস বলেন, টাইপ ফোরটিফাইভ ডেস্ট্রয়ার এইচএমএস ডায়মন্ড শনিবার (১৬ ডিসেম্বর) সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে।

মিনিস্ট্রি অফ ডিফেন্স জানিয়েছে, ‘কয়েক দশকের মধ্যে এই প্রথম রয়্যাল নেভি আকাশে কোনো লক্ষ্যবস্তুর ওপর গুলি চালিয়েছে।’

‘এই ঘটনার পেছনে কারা রয়েছে তা মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রকাশ করেনি। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে।’

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ওই এলাকায় বিদেশি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তারা হামাসের প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং বলেছে, তারা ইসরায়েলগামী জাহাজগুলোকে টার্গেট করছে।

ডিফেন্স সেক্রেটারি বলেছেন, শনিবারের (১৬ ডিসেম্বর) ঘটনায় ড্রোনটির লক্ষ্যবস্তু ছিল মার্চেন্ট শিপিং।

‘লোহিত সাগর উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপের মধ্যে অবস্থিত’। এটি সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

এক বিবৃতিতে শাপস বলেন, সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে মাত্র দুই সপ্তাহ আগে এইচএমএস ডায়মন্ডকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

ডিফেন্স সেক্রেটারি বলেছেন, ‘এই হামলা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষায় এসব হামলা প্রতিহত করতে ইউকে অঙ্গীকারাবদ্ধ।

‘চলতি মাসের শুরুতে অ্যামেরিকান সামরিক বাহিনী জানায়, বাহামার পতাকাবাহী একটি বৃটিশ কোম্পানির মালিকানাধীন ইউনিটি এক্সপ্লোরার জাহাজে হামলা চালায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।’

‘লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর শুক্রবার লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালী দিয়ে যাওয়ার পরিকল্পনা করা নিজেদের সব জাহাজকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাত্রা বন্ধ রাখতে বলেছে শিপিং কোম্পানি মায়েরস্ক।’

‘প্রতিদিন প্রায় ৫০টি বড় বাণিজ্যিক জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করে এবং এর দ্বিগুণ হরমুজ প্রণালী দিয়ে যায়।’

‘মিনিস্ট্রি অফ ডিফেন্সের মতে, শেষবার ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় রয়্যাল নেভি একটি বিমান ভূপাতিত করেছিল।’