কুমিল্লা বুড়িচংয়ে জুট মিলে আওয়ামী ‘ছায়া সরকার’ ?
আকিজ বশির জুট মিলে বহাল তবিয়তে ‘আওয়ামী ঘনিষ্ঠ’ ইন্দ্রজীৎ ভৌমিক!
বিশেষ প্রতিনিধি: সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে যখন পুরনো প্রভাবশালী নেতাকর্মীরা গা ঢাকা দিচ্ছেন, ঠিক তখনই কুমিল্লা জেলার বুড়িচং থানার মোকাম ইউনিয়নে এক ভিন্ন চিত্র।
এখানকার আকিজ বশির জুট ইন্ডাস্ট্রি লিমিটেড (সাবেক সাদাত জুট মিল)-এর ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে এখনও বহাল আছেন স্থানীয় আওয়ামী ঘনিষ্ঠ নেতা ইন্দ্রজীৎ ভৌমিক।
স্থানীয়রা জানান, ইন্দ্রজীৎ ভৌমিক কুমিল্লা-৭ আসনের সাবেক সাংসদ ড. প্রাণ গোপাল দত্তের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি একইসঙ্গে মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং অতীতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে দলের অনেকেই আত্মগোপনে, সেখানেও ইন্দ্রজীৎ ভৌমিক নিজের পদে থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে।
মিল শ্রমিক ও এলাকাবাসীর অভিযোগ—ইন্দ্রজীৎ ভৌমিক এখনও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা সাইনবোর্ড ব্যবহার করে ক্ষমতা প্রদর্শন করেন এবং তার কথাই মিল এলাকায় চূড়ান্ত বলে বিবেচিত হয়। মিলের অভ্যন্তরে তার একচ্ছত্র প্রভাব এবং নির্বাচনের আগ্রহ শ্রমিকদের মাঝে উদ্বেগ তৈরি করেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আকিজ বশির জুট মিলের জেনারেল ম্যানেজার আব্দুর রব সাংবাদিকদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান এবং গেট থেকেই তাদের ফিরিয়ে দেন। মোবাইল ফোনে একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, “এই বিষয়ে যা হচ্ছে তা উপরের নির্দেশে হচ্ছে। জানতে চাইলে হেড অফিস বা মিলের জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন।”
এদিকে, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. আজিজ জানান, জুট মিলের জিএম তার সঙ্গেও দেখা করতে রাজি হননি। ফোনে একাধিকবার চেষ্টা করেও জিএম এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সরকার পরিবর্তনের পরেও কীভাবে এমন একজন ব্যক্তি, যিনি অতীতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা ছিলেন এবং চাঁদাবাজির অভিযোগে পরিচিত, এখনও একটি বড় শিল্পপ্রতিষ্ঠানে ক্ষমতাধর পদে বহাল থাকেন? এ থেকেই অনেকে ধারণা করছেন, বানিজ্য উপদেষ্টার ছত্রছায়া ও রাজনৈতিক শেল্টারই তাকে এখনো বহাল রাখছে।
শ্রমিক ও এলাকাবাসীর দাবি, ক্ষমতার অপব্যবহারের এই ধারাবাহিকতা বন্ধ করে দ্রুত ইন্দ্রজীৎ ভৌমিককে আইনের আওতায় আনা হোক এবং মিল এলাকায় রাজনৈতিক প্রভাব মুক্ত একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা হোক।
দায়িত্বসীমা ঘোষণা: এই প্রতিবেদনে বর্ণিত অভিযোগসমূহ স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্র থেকে সংগৃহীত। TweetNews24 নিরপেক্ষ অবস্থানে থেকে তথ্য তুলে ধরেছে এবং কোনো পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট নয়।