চট্টগ্রামে আপন দুই ভাইসহ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্র্যাজেডি

মোরশেদুল আলম, সাতকানিয়া, চট্টগ্রাম থে‌কে: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের শিকদার দীঘি এলাকায় শুক্রবার (২৫জুল‌াই)  বিকেলে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন।

নিহতদের মধ্যে দুইজন আপন ভাই ছিলেন।

জানা গেছে, বিকেল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন মোটরসাইকেল আরোহী।

নিহতদের মধ্যে দুইজন হলেন—সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা শাহ আকাম উদ্দিন পাড়ার বাসিন্দা মোহাম্মদ হুমায়ুন ও মোহাম্মদ মামুন। তারা চট্টগ্রামের তামাকুমন্ডি লেইনের সিডিএ মার্কেটে ব্যবসা করতেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাতকানিয়া ও লোহাগাড়ায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তারা অভিযোগ করে বলেন, “এই সড়কে ট্রাফিক পুলিশের নজরদারি একেবারে কম। দ্রুত স্পিড ব্রেকার স্থাপন ও ট্রাক চলাচলের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা না হলে এমন প্রাণহানি অব্যাহত থাকবে।”