ডিএমপি কল্যাণ তহবিল সভা: ১২৫টি আবেদন অনুমোদন
টুইট ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কল্যাণ তহবিলের ৭৭তম ব্যবস্থাপনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় ডিএমপির পুলিশ ও নন-পুলিশ সদস্যদের নিজ, স্বামী-স্ত্রী, সন্তান এবং পিতা-মাতার চিকিৎসা ব্যয়ের জন্য জমা পড়া মোট ১২৫টি আবেদনের আর্থিক সহায়তা অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও সভায় ডিএমপি কল্যাণ তহবিলের নীতিমালা সংশোধন, চাঁদার হার পুনঃনির্ধারণ, এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস. এন. মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী এবং কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।