স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি আইনের সংশোধনী অনুমোদনের মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।”
এর ফলে আগামীতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে আইন সংশোধনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক ব্যবহারের বিধান চালু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০১৭ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন এই সিদ্ধান্তকে অনেকেই স্থানীয় সরকারের গণতান্ত্রিক স্বতন্ত্রতা পুনঃপ্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।