দগ্ধদের চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

টুইট ডেস্ক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচ সদস্যের এই মেডিকেল টিমটি ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। দলে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা রয়েছেন। তারা ঢাকায় পৌঁছে সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা এবং প্রাথমিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে, ২৪ জুলাই সকালে বাংলাদেশ ও চীনের চিকিৎসকদের মধ্যে একটি জরুরি ভিডিও কনসালটেশন অনুষ্ঠিত হয়। এতে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা অংশ নেন। অপরদিকে ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

উভয়পক্ষের মধ্যে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশুদের কিডনি সমস্যা ও শ্বাসতন্ত্র সংক্রান্ত বিষয়ে মতবিনিময় হয়। আলোচনায় দুর্ঘটনায় দগ্ধ গুরুতর অবস্থায় থাকা রোগীদের অবস্থা বিশ্লেষণ করে চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করা হয়।

দুই দেশের এই যৌথ চিকিৎসা উদ্যোগ দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।