রংপুরে বিএনপি নেতাদের সঙ্গে চীনা প্রতিনিধিদের বৈঠক

তিস্তা প্রকল্পে সরাসরি অংশগ্রহণের আহ্বান

রংপুর থে‌কে আব্দুল্লাহিল মতিন শাহীন: রংপুরে বিএনপির জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই রাজনৈতিক, উন্নয়নমূলক এবং কৌশলগত বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।

চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পলিটিক্যাল সেকশনের পরিচালক জং জিং। তার সঙ্গে ছিলেন দূতাবাসের আরও দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা ও একজন দোভাষী।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু এবং অন্যান্য জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

চীনের প্রশ্ন এবং বিএনপির জবাব

বৈঠকে চীনা প্রতিনিধিরা বিএনপি নেতাদের কাছে জানতে চান,  জনগণ কেন বিএনপিকে ভোট দেবে, বর্তমানে দলটির জনপ্রিয়তা কেমন, অতীতে ক্ষমতায় থাকাকালীন তারা কী কী উন্নয়নমূলক কাজ করেছে।

বিএনপি নেতারা চীনা প্রতিনিধিদের এসব প্রশ্নের উত্তর দেন এবং বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। তাঁরা ২০০১-২০০৬ মেয়াদে দলটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিবরণ তুলে ধরেন।

তিস্তা প্রকল্প ও হাসপাতাল নির্মাণ নিয়ে অনুরোধ

বিএনপি নেতারা রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া, চীন সরকারের প্রতিশ্রুত এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল রংপুরে দ্রুত নির্মাণের অনুরোধ জানান।

তাঁরা বলেন, এই অঞ্চল দীর্ঘদিন ধরে নদীভাঙন, অবকাঠামোগত দুর্বলতা এবং স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে। চীনের সহায়তা এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিস্তা নদী পরিদর্শন

বৈঠক শেষে চীনা প্রতিনিধিদল সরাসরি গঙ্গাচড়া উপজেলার চর ইছলী, লক্ষ্মীটারী চরসহ তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের জীবনযাপন, আশ্রয়ের অভাব এবং নদীভাঙনের ভয়াবহ চিত্র সরেজমিনে ঘুরে দেখেন।

বিশেষজ্ঞ দৃষ্টিতে নদীর গতিপথ, প্রবাহ, মাটি ক্ষয়ের কারণ ও পুনর্বাসন সমস্যাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা।

বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেন, চীনা প্রতিনিধিদলের এই সফর রংপুর অঞ্চলের উন্নয়ন ও তিস্তা প্রকল্পে চীনের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করবে। তারা আশা প্রকাশ করেন, চীন সরকার দ্রুত হাসপাতাল নির্মাণ শুরু করবে এবং তিস্তা নদীভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে।