একদিনে ডেঙ্গুতে ৩ মৃ’ত্যু, নতুন ভর্তি ৪৪৪ জন

টুইট ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন ভর্তিদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১২৭ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০ জন, দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে একই সময়ে সারা দেশে ৪০২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৬২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৬৫ জন।