বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ
নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার ২০২৫ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করতে ২১ জুলাই ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়। অংশ গ্রহণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় দুপুর ১২টায়। অংশ গ্রহণ করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীরা। শেষ পর্ব শুরু হয় বিকেল ৩টায়। এতে অংশ নেন অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইন ও মানবাধিকার, ফার্মেসি, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস-এর উপ-পরিচালক আব্দুস সালাম, আইসিটি সেল-এর উপ-পরিচালক ফরিদুজ্জামানসহ নবাগত শিক্ষার্থীরা।
জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শামীম আহসান পারভেজ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা আবু জাফর মো. সাদী নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক শাখা, সেবা ও নিয়মনীতি সম্পর্কে অবগত করেন। এরপর বিভিন্ন অফিসের প্রধানগণ বক্তব্য প্রদান করেন এবং তাদের দপ্তরের কার্যক্রম ও সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি বিশেষ পর্ব ছিল “মিট দ্য ভিসি”। এই পর্বে নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন শিক্ষার্থী সরাসরি উপাচার্য মহোদয়কে প্রশ্ন করার সুযোগ পান। তারা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিষয় ছাড়াও উপাচার্যের ব্যক্তিগত জীবন, ছেলেবেলার স্মৃতি এবং ক্যারিয়ারের পথচলা নিয়ে নানান প্রশ্ন করেন। উপাচার্য আন্তরিকভাবে তাদের সব প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের জীবন-দর্শন ও মানসিক দৃঢ়তার বিষয়ে অনুপ্রেরণা জোগান।
অনুষ্ঠানের শেষাংশে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পড়াশোনার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এটি নেতৃত্ব, মানবিকতা এবং দায়িত্ববোধ তৈরির শ্রেষ্ঠ সময়। এই সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একজন ভালো মানুষ ও দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।