জয়পুরহাটে ছাত্রীকে অপহরণ ও শ্রীলতাহানি, যুবক গ্রেফতার

জয়পুরহাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে স্কুলছাত্রীকে অপহরণ ও শ্রীলতাহানির অভিযোগ, রাকিব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার বেলতলা দুর্গাদহ এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে অপহরণ ও শ্রীলতাহানির অভিযোগ উঠেছে।

১৯ জুলাই বিকেলে ছাত্রীটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরদিন (২০ জুলাই) ভুক্তভোগীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৫ এর সদস্যরা ২১ জুলাই সকাল ১০টার দিকে সদর উপজেলার কিনাপাড়া এলাকা থেকে অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেফতার করে। তিনি ভগবানপুর আশিনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুলে যাওয়া-আসার পথে রাকিব ওই ছাত্রীকে বারবার প্রেমের প্রস্তাব দিত এবং প্রত্যাখ্যানের পরও তাকে উত্যক্ত করত।

ঘটনার দিন রাকিব এক সিএনজি চালকের সহায়তায় ছাত্রীটিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় এবং শ্রীলতাহানি ঘটায় বলে অভিযোগ।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের আসামিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।