রাজশাহীতে ১৬টি চোরাই মোবাইলসহ ছি’নতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ২টি মোবাইলসহ মোট ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরান মিঠু (২৯) বোয়ালিয়ার বাজেকাজলা এলাকার আবুল হোসেন ওরফে আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই ভোররাতে রানীনগর রেশমপট্টি এলাকায় এক দম্পতিকে ছিনতাইয়ের শিকার হতে হয়। ভুক্তভোগীরা অটোরিকশায় বাড়ি ফেরার পথে ইসকন মন্দিরের সামনে তাদের পথরোধ করে দুইজন। একজনের হাতে হাসুয়া ও অন্যজনের হাতে টর্চলাইট ছিল। তারা দম্পতির কাছ থেকে দুটি মোবাইল ফোন, প্রায় ১৬ হাজার টাকা, পাঁচটি ব্যাংক কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান শুরু করে। আজ ২০ জুলাই ভোরে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে বোয়ালিয়ার বাজেকাজলা এলাকায় র‌্যাব-৫ ও আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করা হয়।

তার হেফাজত থেকে ভুক্তভোগীর মোবাইল দুটি ছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মিঠুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।