নাটোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচিকে কু’পিয়ে হ’ত্যা করেছে ভাতিজা
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচী খালেদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে।
এসময় খালেদা বেগমের ছেলে সেলিম উদ্দীনকে কুপিয়ে জখম করা হয়। আহত সেলিমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে আব্দুল খালেক এবং আব্দুল বারেক নামে দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল ঝগড়াঝাটি হয়। এরই জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচী খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে।
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মিরাজ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।