সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
টুইট ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আজ রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত এবং সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি পার্বত্য চট্টগ্রাম ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেনা ও ছাত্র-জনতার কথা স্মরণ করে তাঁদের আত্মত্যাগের প্রশংসা করেন।
তিনি নির্বাচনী পর্ষদ সদস্যদের নির্দেশ দেন পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও আনুগত্যের ভিত্তিতে যোগ্য অফিসারদের নির্বাচন করতে।
তিনি বলেন, “সৎ, নীতিবান ও পেশাদার নেতৃত্বসম্পন্ন অফিসাররাই পদোন্নতির প্রকৃত দাবিদার।”
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর জাতীয় ভূমিকা তুলে ধরে বলেন, “স্বাধীনতা রক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অতুলনীয়।”
তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের প্রয়োজনে সেনাসদস্যদের এই আত্মত্যাগ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও অন্যান্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ফটোসেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।