৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে ফুটবল তারকা মেসির জার্সি
খেলা ডেস্ক : সোদবিসে ২০২২ ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে মেসির পরিহিত জার্সি। ছবি: সংগৃহীত
নিলামকারী প্রতিষ্ঠান সোদবি জানিয়েছে, গত বছর ‘বিশ্বকাপে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির পরিহিত ছয়টি জার্সি বৃহস্পতিবার ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে’।
কাতারে হয়ে যাওয়া ২০২২ সালের ‘ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের’ প্রথমার্ধে পরা প্রতিটি জার্সির চূড়ান্ত মূল্য এ বছর ক্রীড়া স্মারকের আইটেমের মধ্যে সর্বোচ্চ।
বিশ্বকাপের ফাইনালে ৩-৩ গোলে ড্র করার পর পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা।
সোদবির হেড অফ মডার্ন কালেক্টিবলস ব্রাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, এই ঐতিহাসিক শার্টগুলো শুধু খেলাধুলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করিয়ে দেয় না, ‘এগুলো ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড়ের ক্যারিয়ারের শীর্ষ মুহুর্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’
বৃহস্পতিবার শেষ হওয়া দুই সপ্তাহের অনলাইন নিলামের সময় সোদবির নিউ ইয়র্ক সদর দফতরে জার্সিগুলো প্রদর্শিত হয়।
নিলামেজয়ী ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।