আসছে এক মঞ্চে বিএনপি-জামায়াত
টুইট ডেস্ক : ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পৃথক ব্যানারে দুটি দলই বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে।
দল দুটির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী দলগুলো নিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্য’-র ঘোষণা আসছে।
আগামী ১৭ বা ১৮ ডিসেম্বর এই মঞ্চ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে নিশ্চিত করেছে বিএনপি-জামায়াত সূত্র। মঞ্চটিতে অন্যান্য সরকারবিরোধী দলও থাকবে।
সূত্র মতে, ১৬ ডিসেম্বরের পর থেকে নতুন এই মঞ্চের ব্যানারে সব কর্মসূচি একসঙ্গে পালন হবে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব দলের নেতারা এক মঞ্চে একসঙ্গে কর্মসূচিতে অংশ নেবেন।